পিতার ভজন
দেবব্রত মাজী
"পিতা স্বর্গ পিতা ধর্ম
পিতাহি পরমং তপ"
পাইবে মানসিক শান্তি
যদি প্রত্যহ জপ।
বাবা মানে বটবৃক্ষ
ছায়াতলে শান্তির নীড়,
জনরোষ থেকে বাঁচাবে
হোক না যতই ভিড়।
বাবার তুল্য নেই কেহ
যতই থাকুক ধন,
করিলে পিতার ভজন
সব দেবতা তুষ্ট হন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.