পিতা মাতার কদর
রাশেদ সরদার
শৈশব থেকে লালন পালন করলো তোমায় ভবে যারা,
বৃদ্ধ কালে কত দিন যে অনাহারে থাকে তারা।
জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না তুলে তাদের মুখে,
মৃত্যুর পরে খাওয়াও কত প্রতিবেশীর এনে ডেকে।
লক্ষ টাকা কামাই করো তুমি প্রতি মাসে মাসে,
হাড্ডিসারে মা ও বাবা সদাই নয়ন জলে ভাসে।
অতি ধনী হওয়ার আশায় ব্যাংক ভর্তি রাখো টাকা,
পিতা মাতা চাইলে টাকা পকেট তুমি দেখাও ফাঁকা।
বউয়ের গলায় সোনার গয়না হাতে লক্ষ টাকার চুড়ি,
ছেলে মেয়ের ফোনটি দামী আরো কত কী দাও করি।
লক্ষ টাকার খাটে ঘুমাও কত আরাম আয়েশ করে,
বৃদ্ধ পিতা মাতা বসে কাঁদে সিঁড়ির নীচে পরে।
মজা করে খাও গো কত কোর্মা পোলাও নিত্য দিনে,
ক্ষুধার মানিক জ্বলে বুকে পিতা মাতার অন্য বিনে।
রঙ্গ রসে প্রতি রাতে কত টাকা করছো নষ্ট,
চেয়ে দেখো না মা বাবা রোগের ভারে পাচ্ছে কষ্ট।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.