মোঃ তরিকুল ইসলাম খন্দকার, লালমনিরহাট
লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রামের নয়াহাট রোডের পাশে একটি পুকুরে ডুবে গিয়ে মিরাজ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে ডুবে যাওয়ার প্রায় সাত ঘণ্টা পর রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত মিরাজ সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কিসামত নগরবন্দ এলাকার গোলাম মোস্তফার একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মিরাজ তার দাদা আফজাল হোসেনের সঙ্গে গরুর জন্য ঘাস ধোয়ার উদ্দেশ্যে মুন্সির পুকুরে যায়। ঘাস ধুয়ে দাদা বাড়ি ফিরলেও মিরাজ পুকুর পাড়ে পানি নিয়ে খেলা করতে থাকে। কিছুক্ষণ পর নাতিকে না পেয়ে দাদা আবার পুকুর পাড়ে ফিরে আসেন এবং দেখতে পান মিরাজ আর সেখানে নেই। ধারণা করা হয়, মিরাজ পুকুরে পড়ে ডুবে গেছে।
দাদার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পুকুরের গভীরতা বেশি হওয়ায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ডাকা হয়। দীর্ঘ সাড়ে চার ঘণ্টার অভিযানে রাত ৯টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
রংপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোঃ আসাদুজ্জামান জানান, "গভীর পুকুরে অনুসন্ধান চালাতে সময় লেগেছে। শেষ পর্যন্ত মরদেহ উদ্ধার করতে পেরেছি।"
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী বলেন, "প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাক্ষ্য অনুযায়ী এটি দুর্ঘটনাবশত ডুবে মৃত্যু। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"
শিশু মিরাজের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.