ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া গ্রামের হালিম সরকার এর ছেলে কাপড় ব্যাবসায়ী জাহাঙ্গীর কে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে আটক করে ৭ থেকে ১০ জন লোক। গত (৩১জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। এ সময় তারা জাহাঙ্গীর কে বাঁশ দ্বারা মারপিট করে শরীরের বিভিন্ন অংশে জখম করে। তারা জাহাঙ্গীরের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ১০ লক্ষ টাকা দাবি করে। জাহাঙ্গীরের কাছে বিকাশ একাউন্ট এ থাকা ১৮ হাজার টাকা তৎক্ষণাৎ উত্তোলন করে নেয়। পরে তারা জাহাঙ্গীর এর পরিবার এর কাছ থেকে ৩ লক্ষ টাকা আদায় করে জাহাঙ্গীর কে মুক্তি দেয়। ঘটনটি জানতে পেড়ে তৎক্ষণাৎ অভিযান পরিচালনা করে ভূঞাপুর থানা পুলিশ। পুলিশ ৩ জন কে আটক করতে সক্ষম হয়। জাহাঙ্গীর ঘটনাটির সুষ্ঠু বিচার দাবি করে।
https://youtu.be/MaDDd_zHamM
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.