পূবাইলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ এক মাদক কারবারীকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, সোমবার ভোর রাতে পূবাইল থানার কর্মরত এসআই শিবলু মিয়া নেতৃত্বে সঙ্গীয় এএসআই আতোয়ার হোসেন ও তফসির আহমদকে নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় প্রাইভেটকার হতে ৫০ কেজি গাঁজাসহ মানিক মিয়া (৩৫) নামের এক মাদক কারবারি কে আটক করে পূবাইল থানা পুলিশ। গাঁজার অবৈধ বাজার মূল্য অনুমান ১০ লক্ষ টাকা এবং ১টি টয়োটা করোলা প্রাইভেট কার, যার রেজি নং-ঢাকা মেট্রো-গ-১৪-২৩৮২, মূল্য অনুমান ৫ লক্ষ টাকা এবং তার পকেট হতে নগদ ৫শ পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার হাপতার হাওড় গ্রামের মৃত ক্বারী সাদিকুর রহমান এর পুত্র মানিক মিয়া (৩৫)। আটককৃত ব্যক্তির বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।
এছাড়া মাদকের বিরুদ্ধে পুবাইল মেট্রো থানা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.