রাকিবুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের লেক থেকে তরুণীর লাশ উদ্ধারের ১৫ ঘণ্টা পর একই স্থান থেকে শাহিনুর রশিদ কাব্য (১৬) নামের কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত শাহিনুর রশিদ কাব্য কাফরুল থানার কচুক্ষেত বউবাজার এলাকার হারুনুর রশিদ ও সোনিয়া রশিদের ছেলে। সে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। গতকাল ১৮ ডিসেম্বর বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লেকের পানিতে মোটরসাইকলের নিচ থেকে তার লাশ উদ্ধার করে।
সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম জানান, মঙ্গলবার সকালে পূর্বাচল ২ নম্বর সেক্টরে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরাটেক এলাকার ৪ নম্বর সেতুর অদূরের লেক থেকে পুলিশ সুজানা নামের এক তরুণীর লাশ উদ্ধার করে। তার স্বজনদের কাছ থেকে জানতে পারে সুজানার সাথে কাব্য নামে আরেক কিশোর নিখোঁজ রয়েছে।
ধারণা করা হচ্ছে তারা দুইজন পূর্বাচলে ঘুরতে এসে মোটরসাকেলের নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে তলিয়ে যায়। বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লেকের পানির নিচ থেকে মোটরসাইকেলের নিচে পড়ে থাকা শাহিনুর রশিদ কাব্যের লাশ উদ্ধার করে।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.