১০ই মে চীনের ফার্স্ট লেডি ম্যাডাম পেং লি ইউয়ান, স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) সকালে, বুদাপেস্ট প্রাসাদ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন হাঙ্গেরির ফার্স্ট লেডি জুজসানা নাগি। পরিদর্শনকালে তাঁরা একটি চা-চক্রে মিলিত হন।
এ সময় পেং লি ইউয়ান বলেন, হাঙ্গেরির সুন্দর চীনামাটি এবং চমৎকার সূচিকর্ম চিত্তাকর্ষক। চীনামাটি ও সূচিকর্ম চীন ও হাঙ্গেরির সভ্যতার অভিন্নতার প্রতীক। তিনি দু’দেশের শিল্পীদের মধ্যে বিনিময় ও পারস্পরিক শিক্ষার ওপর জোর দেন।
দুই ফার্স্ট লেডি বুদাপেস্ট প্রাসাদের সেন্ট স্টিফেন হলের মেরামত কাজের খোঁজখবর নেন। পেং লি ইউয়ান হাঙ্গেরিয়ান বিশেষজ্ঞদের সূক্ষ্ম কাজের প্রশংসা করেন এবং পুরাকীর্তি সংরক্ষণ ও মেরামতের ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সূত্র:প্রেমা-আলিম-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.