স্টাফ রিপোর্টার
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই আনন্দকে আরও রঙিন করতে কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের পোম্বাইশ খামার বাড়ি ঈদগাহ ময়দানে দেখা গেল এক ব্যতিক্রমী আয়োজন।
ঈদগাহে বোতল জাত পানি, বিস্কুট ও জিলাপি দিয়ে আপ্যায়নের আয়োজন করেন ঈদগাহ কমিটি।
সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পোম্বাইশ খামার বাড়ি ঈদগাহ কমিটি এই ব্যতিক্রমী আয়োজন করে। কমিটির উদ্যোগে ঈদগাহে আগত শিশু ও বয়োবৃদ্ধদের মাঝে পানি বিস্কুট জিলাপি দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
পোম্বাইশ খামার বাড়ি ঈদগাহ কমিটির সভাপতি মোঃ জামাল হোসেন জানান, আগে গ্রামগঞ্জে ঈদ মানেই ছিল আত্মীয়-স্বজনের বাড়ি যাওয়া, সবার মাঝে আনন্দ ভাগাভাগি করা। কিন্তু এখন সেই সংস্কৃতি অনেকটাই ম্লান হয়ে গেছে। তাই ঈদের উৎসবে নতুনত্ব আনতেই আমরা পানি বিস্কুট জিলাপি দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করেছি।
ঈদগাহের ইমাম মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান বলেন, বর্তমান সময়ে মানুষের মধ্যে সামাজিক মেলবন্ধন অনেকটাই কমে গেছে। আমরা দেখছি, ফিলিস্তিনসহ বিভিন্ন স্থানে অস্থিরতা, যুদ্ধ আর মানবতার সংকট। এসবের মাঝে ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সৌহার্দ্য বাড়াতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। এই আয়োজন শুধু আপ্যায়ন নয়, এটি ঈদের পরম তৃপ্তি ও সৌহার্দ্যের প্রতীক।
ঈদগাহে নামাজ পড়তে আসা মুসুল্লিরা বলেন,
ঈদের আনন্দ, শান্তির বার্তা ও পরম তৃপ্তির ছোঁয়া লাগানোর উদ্দেশ্যে এই ব্যাতিক্রমী আয়োজন প্রশংসা করার মতো।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.