স্টাফ রিপোর্টার
পোম্বাইশ ফ্রেন্ডস সোসাইটি আয়োজিত সর্টপিজ ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পোম্বাইশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত খেলায় চারটি দল অংশ নেয়।
খেলায় দৈনিক মুক্তির লড়াই একাদশকে ৩ রানে হারিয়ে আরএএন ফার্মিং একাদশ চ্যাম্পিয়ন হয়।
এর আগে লীগ পর্যায়ে প্রথম রাউন্ডে দৈনিক মুক্তির লড়াই একাদশ প্রথম, আরএএন ফার্মিং একাদশ দ্বিতীয়, থ্রি স্টার একাদশ তৃতীয় ও ওসামা একাদশ চতুর্থ স্থান অর্জন করে। পরে ফাইনালে আগে বেটিং করে নির্ধারিত ৬ ওভারে আরএএন ফার্মিং একাদশ ৩৬ রান সংগ্রহ করে। জবাবে দৈনিক মুক্তির লড়াই একাদশ নির্ধারিত ৬ ওভারে ৩৩ রান সংগ্রহ করে।
খেলায় চার দলের স্পোন্সার ছিলেন, আরএএন ফার্মিং একাদশ: দেলোয়ার হোসেন ও এবায়েদ উল্লাহ, দৈনিক মুক্তির লড়াই একাদশ: কামরুজ্জামান জনি, মোঃ রুবেল ও মোঃ জসিম উদ্দিন, থ্রি স্টার একাদশ: এনামুল হক, শিবলী ও সুজন এবং ওসামা একাদশ: জসিম মোল্লা, কেফায়েত চৌধুরী ও জাহিদ।
খেলায় ম্যানঅবদ্যা ম্যাচ সুমন। সর্বোচ্চ রান ফয়সাল। সর্বোচ্চ উইকেট আব্দুল্লাহ আল মামুন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরুড়া উপজেলা নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ মোঃ কামাল হোসেন, পোম্বাইশ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি মোঃ জামাল হোসেন, ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা মোঃ মোক্তার হোসেন, শিক্ষক মোঃ শাজাহান, জামিলুর রহমান, কামাল হোসেন প্রমুখ।
খেলায় ফ্রেন্ডস সোসাইটির সকল সদস্যদের সার্বিক ব্যবস্থানা ও অংশগ্রহণে সকলে উজ্জীবিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.