আবুতালেব মোতাহার, গলাচিপা (পটুয়াখালী)
২১ মে গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণার আজ শেষ দিন, তাই প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের দ্বারে দ্বার ঘুরে ভোট প্রার্থনা করছেন তারা। বড় রকমের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই আজ ১৯ মে শেষ হতে যাচ্ছে প্রচার-প্রচারণা।
চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন, তার মার্কা হচ্ছে ঘোড়া। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ওয়ানা মার্জিয়া নিতু, তার মার্কা হচ্ছে আনারস।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফরিদ আহসান (কচিন), তার মার্কা হচ্ছে উড়োজাহাজ।
মোঃ রিফাত হাসান (সজিব), তার মার্কা হচ্ছে টিউবওয়েল। মোঃ রেজাউল কবির (মোল্লা), তার মার্কা হচ্ছে তালা। মোঃ নিজাম উদ্দিন (তালুকদার), তার মার্কা হচ্ছে চশমা।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোসাম্মৎ তহমিনা আক্তার, তার মার্কা হচ্ছে ফুটবল। হেলেনা বেগম, তার মার্কা হচ্ছে কলস। মোসাম্মৎ শিরিন নাহার আখতার, তার মার্কা হচ্ছে ফুলের টব।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.