সুরজিৎ ঝা
যাহাদের লাগি পাহাড় তুলিলাম,
কাজ করে গেলাম শত শত।
তাদেরই কথার চাপে পৃষ্ট হয়ে,
মোর উন্নত শির হল আজ নত।
সকলের কাছে অপ্রিয় হলাম,
করিলাম যারে সন্মান।
তার জন্য দেখি ভরা দরবারে,
গেল আজ মোর মান।
দাঁড়িয়ে সেথা সহে যেতে হল,
কত না লাঞ্ছনা - অপমান।
সারাজীবন গেঁথে রবে মনে,
সে - সব শব্দের বাণ।
এ জগতে আপন নেয় কেউ,
হেথা বৃথা করা সবকিছু।
যার জন্য করে যাবে সারাটা কাল,
করবে একদিন সে নীচু।
হেথা সকলে আজ স্বার্থবাদী,
নিয়ে চলে আপন স্বার্থ।
যত ভালো হোক মানসিকতা,
টাকার আগে সব ই ব্যর্থ।
ভালোবাসা বলে নেয় যেথা কিছু,
আছে যেথা শুরু লোভ।
গ্লোবের মধ্যে সারা পৃথিবীকে দেখে,
আর পৃথিবীকে ভাবে গ্লোব।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.