নিউজ ডেস্ক:
কুমিল্লার অন্যতম নাট্য সংগঠন ‘প্রতিবিম্ব থিয়েটার’। সংগঠনটি এবার পা রাখছে তাদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে।
৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে জাহেদুল আলমের রচনা ও নন্দন ভৌমিকের নির্দেশনায় প্রদর্শিত হয় রম্য নাটক “হোম সার্ভিস”। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রতিবিম্ব থিয়েটারের অভিনয় শিল্পীরা।
এরআগে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিগণ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিবিম্ব থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সভাপতি নাট্যজন শাহাজাহান চৌধুরী।
পরে নাট্য ও সংস্কৃতি অঙ্গনে প্রিয়জন আলোকচিত্র শিল্পী সাংবাদিক শ্যামল বড়ুয়া ববিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রগতি লেখক সংঘ কুমিল্লা জেলা শাখার আহবায়ক ডা: মৃণাল কান্তি ঢালী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা টাউন হলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কুমিল্লা কলেজ থিয়েটারের সভাপতি মো: আনোয়ারুল হক।
সভাপতিত্ব করেন প্রতিবিম্ব থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য আলী আকবর মাসুম। বক্তব্য রাখেন, নাটকের রচয়িতা জাহেদুল আলম।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন উম্মে হাবিবা হেমা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.