প্রত্যাশা থেকে যায়
ড. বলরাম ঘোষ
কেউ কি তবে আসছে বুঝি একলা জগৎ মাঝে ?
কেউ তবে গাইবে গো গান সাদা প্যাঁজা মেঘে ?
কেউ কি তবে বাঁশি ছেড়ে যুদ্ধ ক্ষেত্রে সাজে ?
কেউ কি তবে প্রেমের সাথে বিষ মাখিয়ে রাখে? কেউ কি তবে আসছে বুঝি ভালোবাসার সাথে?
জীবন কেমন থমকে আছে সবুজ গাছের তলে
জীবন কেমন হাঁটছে দেখো নীল আকাশের কোল,
জীবন কেমন নদীর সাথে সাগরে গিয়ে মেশে
জীবন কেমন পথের ধারে বাঁশিতে সুর তোলে।
আমি তুমি একলা দেশে একলা হওয়ার ছলে
আমি তুমি একলা কথা একলা আকাশ তলে
আমি তুমি গ্রাম শহরে পাখির ডানায় ওড়া
আমি তুমি ফাঁকা মাঠে নীরব হওয়ার পালা
আমি তুমি বিভেদ করে কথায় বিবাদ করি
আমি তুমি বৃষ্টি বাদল, কবির গানে সুর ধরি
সবুজ মাঠে সৃষ্টি মাঝে ,ফুটুক শিশুর হাসি
আকাশ বাতাস মুখরিত ,কেউ নয় দাস দাসি...
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.