প্রথমবারের মতো মায়ানমার গেলেন ২০ রোহিঙ্গাদের প্রতিনিধিদল
শুক্রবার (০৫ মে) সকাল সাড়ে ৯ টায় টেকনাফ- মায়ানমার ট্রানজিট ঘাট থেকে ২০ রোহিঙ্গা সহ ২৭ সদস্যদের প্রতিনিধি দল রওনা দেন।
একইদিন বিকেলে নদীপথে তাদের ফেরত আসার কথা রয়েছে প্রতিনিধি দলের। শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের কমিশনার মিজানুর রহমান এ সফরের নেতৃত্ব দেন। মূলত এটি গো এন্ড সি ভিজিট।
প্রত্যাবাসনের পর রোহিঙ্গারা কোথায় থাকবে এবং বর্তমানে সেখানকার সার্বিক পরিস্থিতি কি তা দেখার জন্যেই এ পরিদর্শন বলে জানান এই কর্মকতা।
প্রতিনিধি দলটি মংডু টাউনশীপের পাশ্ববর্তী দক্ষিণ অঞ্চলে কয়েকটি স্থান পরিদর্শন করবে, যেখানে রোহিঙ্গাদের জন্যে তৈরী করা হয়েছে থাকার আবাসন।
আবাসন তৈরি সহ চলতি মাসের মধ্যেই যেনো প্রত্যাবাসন শুরু হয় সে লক্ষ্যে প্রস্তুতি নিয়েছে মায়ানমার সরকার।
প্রথমবারের মতো রোহিঙ্গা প্রতিনিধি দলের এই মিয়ানমার সফর, বন্ধ থাকা প্রত্যাবাসন প্রক্রিয়ায় আশার আলো হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.