মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের এর জন্ম তারিখ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
সম্প্রতি ১৪এপ্রিল তিনি তার ফেইসবুক ওয়ালে ‘আজ আমার জন্মদিন’ স্ট্যাটাস দিয়ে অনেক লেখালেখি করেছেন। ওখানে তিনি কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান হওয়ার পেছনে অনেক নামি-দামি লোকের নাম লিখেছেন।
কৃতজ্ঞতার সাগরে অনেককেই আবদ্ধ করেছেন।
যিনি নিজে একজন ভাষা সৈনিকের সন্তান। তার এতো এতো অর্জন । তাহলে কেন তাকে নামসসর্বস্ব পুরান বাজার কলেজের অধ্যক্ষ রতন কুমারের কাছে চিরঋণী হতে হবে?
কে এই রতন কুমার?
যিনি কুমিল্লা শিক্ষা বোর্ডে গুরুত্বপূর্ণ অনেকগুলো কমিটির সদস্য। অথচ তার চাকুরী অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। জানা গেছে তিনি এখন চুক্তি ভিত্তিক কাজ করেন। কুমিল্লা বোর্ডে প্রেষণে নিয়োগকৃত কর্মকর্তারা ১ যুগের বেশি সময় কাজ করছেন তার বদৌলতে (রতন কুমার)
প্রফেসর জামাল নাসেরের ব্যক্তিগত নথি অনুযায়ী প্রকৃত জন্মতারিখ ১/০১/১৯৬৫। সে মোতাবেক তার সর্বশেষ কমদিবস হবে ৩১/১২/২০২৩ইং
কিন্তু তিনি কিভাবে নিজের জন্মতারিখ পরিবর্তর করলেন? কিভাবে তার জন্মতারিখ ১৪ এপ্রিল পহেলা বৈশাখে হয় এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তার চাকুরীর রেকর্ড ও সার্টিফিকেট কি তাহলে ভুলে ভরা!
বিস্তারিত আসছে......
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.