প্রভুর নিকট বন্দনা (হামদ এলাহী)
মোর্শেদা চৌধুরী এ্যানি
এই দুনিয়ায় পাঠাইলে ওগো আল্লাহ
কতই না যতন করিয়া,
মান সম্মান নিয়ে বাঁচতে চাইগো
এই হচ্ছে আকুল প্রার্থনা।
এই বিশ্ব ব্রহ্মান্ডের মালিক তুমি
ক্ষমা করে দিও এই মিনতি,
জেনে ও নাজেনে করেছি শত ভুল
গুণাহ করে কাটি যদি দিন-রাতি।
ভুল যখন করি দিও তুমি বাধা
হাত তুলে মোনাজাত করি,
কবুল করে নিওগো এই বান্দাকে
ক্ষমা চাই ওগো অন্তর্জামী!
এমন দুঃখ-কষ্ট দিওনা মোদের তুমি
যে দুঃখ-কষ্ট খুবই অসহনীয়,
এমন যন্ত্রণা দিওনা ওগো দয়াময়
যে যন্ত্রণার কথা অবর্ণনীয়!
এমন মানুষের সাথে করিওনা বন্ধন
যে মানুষ অসহায়ের করে ক্ষতি,
এমন ব্যক্তির সাথে করিওনা পরিচয়
যে ব্যক্তির নেই কোনো মতি গতি!
এমন ফুল-ফল,শস্যদানা দিওনা তুমি
যে ফুল-ফল, শস্যদানা হয় লুটতরাজ,
এমন বৃক্ষরাজি দিওনা ওগো প্রভু
যে বৃক্ষরাজি কেটে কেটে সাবাড়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.