প্রমোশন
আব্দুস সাত্তার সুমন
প্রমোশন নাকি যোগ্যতায় হয়, শুনি এমন বার্তা
স্বজন পিরিতি তেলে চলে অফিসেরি কর্তা,
পড়া শোনা করছো কি ভাই, পাইবা প্রমোশন?
বেশি কথা বলো কেন, করবো ডিমোশন!
যোগ্যতার বলে যা খুশি কর, পাকড়াও তুমি হবে
ধৈর্য ধর সময় নেইকো, হিসাব তোমার কবে!
তোমার অধীনে যারা আছে, ইনসাফ করতে জানো?
মরার তুমি ভয় করো না, রবকে তুমি মানো।
বেসরকারি চাকরি করি, কথায় কথায় যায়
সীমাবদ্ধ কাগজের পাতায়, যোগ্যতাতে কি হয়?
কারে কি আর বলবো মোরা, প্রভুর কাছে চাই
গুণীজনেরা ঘুমিয়ে আছেন, দেখেও দেখে নাই।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.