শাহীন আলম আশিক, বিশেষ প্রতিনিধি
প্রশাসনের লোক দেখে পালিয়ে যায় বোদার মীড়পারার শওকত আলী কবিরাজ।
মঙ্গলবার বিকেলে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার নজির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোঃ লুৎফর কবির ও বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক ওই কবিরাজের অবৈধ হাসপাতালে অভিযান পরিচালনা করেন। এসময় কবিরাজ শওকত আলী সকলের চোঁখ ফাঁকী দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উক্ত বেনামী হাসপাতাল স্হায়ী ভাবে বন্ধ করে দেওয়া হয়। এসময় হাসপাতালে অবস্থানরত রোগীদের সদর হাসপাতালে স্থানান্তর করে যথাযথ চিকিৎসার ব্যাবস্হা নিতে দায়িত্বশীল ব্যাক্তিদ্বয়কে নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য ওই কবিরাজের চিকিৎসার নামে প্রতারণার বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়। পরে ৩০/০৪/২০২৪ইং বিকাল সাড়ে চার ঘটিকায় উক্ত অভিযান পরিচালিত হয়।
https://youtu.be/nwEePLbJuLk?si=aOypb1SQzSGn3e7X
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.