প্রাণের মেলা
আব্দুস সাত্তার সুমন
শুরু হলো প্রানের মেলা
সোহরাওয়ার্দীনের মাঠে,
কাব্য, কবিতা, গল্প, উপন্যাস
মুক্ত মঞ্চের পাঠে।
ফেব্রুয়ারীর মাসটি জুড়ে
মেলার আয়োজন,
সাইন্স ফিকশন, ইতিহাসে
ভরিয়ে দেবে মন।
কবি, লেখকের স্বপ্ন গাঁথা
হাজার ঘটনার ঝুড়ি,
রূপকথা, সত্য, মিথ্যার
নেই তো তাহার জুড়ি।
ছন্দে ছন্দে ছড়ার কবিতা
বইমেলার প্রাণ,
নতুন, পুরাতন লক্ষ্য বইয়ের
ছড়িয়ে দিবে ঘ্রাণ।
নবীন, প্রবীণ, শিশু, কিশোর
প্রাণের মেলায় এসে,
ঘুরেফিরে কিনবে বই
আপন ভালোবেসে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.