সেন্টু রঞ্জন চক্রবর্তী
পৃথিবীর সব কিছু এনে যদি দাও
নাহি দাও প্রেম তবে হৃদয় ভরিয়া,
কিবা হবে ফল তাতে যাহা কিছু পাও
বৃষ্টি বিহনে সবুজ উঠেনা সাজিয়া।
তৃষিত বালির কাছে বৃষ্টিই কামনা
চাতকি যেমন যাচে অহর্নিশি বারি,
জল বিনে এ দু'য়ের মিটেনা বাসনা
অন্তর যতই কাঁদে তরঙ্গে আছারি।
প্রেম তুল্য মূল্য হবে কি আছে রতন
মনিমুক্তা হীরা মানিক জহর যতো,
সমতুল্য নহে কিছু প্রেমের মতন
তুমি আমি যাচি তারে অন্তরে সতত ।
অমূল্য প্রাপ্তি প্রেম মিলেছে প্রার্থনায়
সার্থক জীবন তার পরিপূর্ণতায়।
(আগরতলা ০৮/১০/২৩)
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.