২৩শে মে চীনের শানতোং প্রদেশের রিচাও শহর পরিদর্শন করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি বুধবার বিকেলে এই শহর পরিদর্শন করেন।
প্রেসিডেন্ট সি, রিচাও বন্দর এবং উপকূলীয় গ্রিনওয়ে পরিদর্শন করেন। আধুনিক বন্দর, সবুজ উন্নয়ন, পরিবেশগত সুরক্ষা শক্তিশালীকরণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে স্থানীয় অগ্রগতি সম্পর্কে জানতে এই পরিদর্শন করেন।
সূত্র :নাহার-ফয়সল, সিএমজি বাংলা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.