অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে ২০ পিচ ইয়াবা'সহ এক মাদক কারবারিকে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।
শুক্রবার রাত ১১.৪৫ মিনিটের সময় এস আই প্রদ্যুত গোলদার এস আই আব্দুল্লাহ আল মামুন এ এস আই শামিম হোসেন সহ পুলিশের একটি দল ফকিরহাট থানাধীন কাঠালিডাঙ্গা গ্রাম হইতে ২০ পিচ ইয়াবাসহ কাঠালিডাঙ্গা গ্রামের শাক্তিপদ সাহার ছেলে পবিত্র সাহা (২৯) কে গ্রেফতার করে। গ্রেফতার কৃত আসামীকে মাদক আইনে মামলা করে জেল হাজতে প্রেরন করা হয়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুল আলম বলেন, মাদক কারবারি পবিত্র সাহাকে আটক করা হয়েছে এবং বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.