অতনু চৌধুরী (রাজু) বাগেরহাটঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় নিজ মেয়ে (১৪) কে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত বাবা নছিমন চালক আল মাহমুদ শেখ (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ব্যাপারে বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে থানায় একটি ধর্ষণ মামলা করেছে ওই মেয়ে চাচা মামুন শেখ।
পুলিশের দেওয়া সূত্র মতে জানা যায়, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় লম্পট বাবা শরীর ম্যাসেস করার জন্য তার মেয়েকে ঘরে ডেকে নেয়। এসময় মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক করে ধর্ষণ করে।
স্থানীয়দের সহযোগিতায় লম্পট বাবা আল মাহমুদ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরী মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। তার মা দীর্ঘদিন আগে তার বাবাকে ছেড়ে অন্যত্র চলে গেছেন। ঘটনার সময় ওই মেয়ে বাড়িতে একা ছিল।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, এ ঘটনায় ভিকটিমের চাচা মামুন শেখ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন-(৯) এর ১ ধারায় থানায় একটি মামলা করেন। মামলায় অভিযুক্ত আসামী মাহমুদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা এবং ২২ ধারায় জবানবন্দী গ্রহন প্রক্রিয়াধিন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.