মো.কাওসার
রাঙামাটিত প্রতিনিধি
ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরাইলের বর্বোরচিত হত্যা ও হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছে জেলার সর্বস্তরের সাধারণ মানুষ।
শুক্রবার জুমার নামাজের পর শহরের দোয়েল চত্বর এলাকা সর্বস্তরের মানুষ এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম-নির্যাতন চলমান, তার প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি। ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ জানাচ্ছি। আমরা ফিলিস্তিনের মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি। আমরা কোনো জঙ্গিবাদকে সমর্থন করি না। কিন্তু বিশ্বের যে প্রান্তে অন্যায় হবে, সেখানেই আমাদের প্রতিবাদ জারি থাকবে।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অংশ নেন সর্বস্তরের সাধারণ মানুষ। এসময় বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.