দিনাজপুরের ফুলবাড়ীতে ২৬ লক্ষ টাকা আত্মসাতের মামলায় সারেজুল ইসলাম (৪২) নামে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার বেতদিঘী ইউনিয়নের দলদলিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সারেজুল ইসলাম বেদদিঘী ইউনিয়নের দলদলিয়া গ্রামের মৃত মকছেদ আলীর পুত্র।
মামলা সুত্রে জানা যায়, বাদী মোঃ আবু বক্কর সিদ্দিক রাব্বি (৩১) এর পরিবারে সারেজুল ইসলাম ম্যানেজার হিসেবে পৈত্রিক সম্পত্তি দেখা শোনা, রক্ষনাবেক্ষণ, উৎপাদিত ফসলাদি সংগ্রহ ও বিক্রয়সহ যাবতীয় কার্যাদি পরিচালনা করে আসছিল। ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনকালে সে বাদীর নিকট হইতে বিভিন্ন সময় ২৬ লক্ষ টাকা ধার হিসেবে গ্রহন করে। সেই টাকা ফেরৎ চাইলে সে টাকা দিতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারী ২০২৩ইং তারিখে ঢাকা গাজিপুর অতিরিক্ত চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অর্থ আত্মসাত ও প্রতারনা মামলা দায়ের করেন। যার মামলা নং সিআর-১০৯/২০২৩।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম জানান, পার্বতীপুর উপজেলার আবু বক্কর সিদ্দিক রাব্বি নামে ব্যক্তির দায়ের করা প্রতারনা করে অর্থ আত্মসাত মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করে। পলাতক আসামীকে ফুলবাড়ী থানা পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.