মোহাম্মদ আজগার আলী,
ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ীতে অবৈধভাবে কৃষি জমির মাটি ব্যবহারের অপরাধে আমিন ব্রিকস, রহমান ব্রিকস ও ইসলাম ব্রিকস এর কাছ থেকে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) দুপুর ১২ টায় আমিন ব্রিকসকে ২ লক্ষ, ইসলাম ব্রিকসকে ২ লক্ষ ও রহমান ব্রিকসকে ১ লক্ষ টাকা মোট ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ও দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ রানায়েত আলী রেজা। এসময় ফুলবাড়ী থানার এএসআই শহিদুল ইসলাম পুলিশ ফোর্স ও ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, উপজেলার বড় ৩টি ইট ভাটা দির্ঘদিন যাবৎ পরিবেশের ছাড়পত্র না থাকা, লাইন্সেস ছাড়া ইট পোড়ানো ও অনুমোদনহীন কৃষি জমির মাটি ব্যবহার করার অভিযোগে অভিযান পরিচালনা করে ৩ টি ইটভাটায় ৫ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সেই সাথে ভাটার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.