মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে বোরো ধান সংগ্রহের লক্ষ্যে উপজেলার ৩ হাজার ৭ শত ৭৫টি আবেদনের প্রেক্ষিতে উম্মুক্ত লটারীর মাধ্যমে ২শত ৯৪ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) সকাল ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা খাদ্য পরিদর্শক নাসিম আল আক্তার এর সভাপতিত্বে কৃষকের মাধ্যমে ১ হাজার শত ৪ শত ৪৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষে উম্মুক্ত লটারীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল।
এসময় উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ওসি এলএসডি মাহমুদ মোঃ ইমরানসহ খাদ্য অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন। এ বছর লটারীর মাধ্যমে নির্বাচিত প্রতিজন কৃষকের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে ৩ টন ধান সংগ্রহ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.