মোহাম্মদ আজগার আলী,
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর হাসানুর রহমান কর্তৃক স্টেশন জামে মসজিদ কমিটির সদস্যকে মারধর ও মসজিদের জায়গা জবর দখল করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
রোববার (১৫ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাসানুর রহমান এর বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, রেল কর্তৃপক্ষের অনুমোতি নিয়ে প্রায় ৪০ বছর ধরে ‘ল‘ স্টেশন জামে মসজিদ’ রেলগুমটিতে অবস্থিত রেলের পুকুরে মাছ চাষ করে মসজিদ পরিচালনা করে আসছে। মসজিদ নিয়ন্ত্রিত পুকুর পাড়ে গত শনিবারে ওয়ার্ড কাউন্সিলর হাসানুর রহমান দোকান ঘর নির্মান করার চেষ্টা করে। মসজিদ কমিটি কাউন্সিলরকে বাঁধা দিলে কাউন্সিল ও তার লোকজন মসজিদ কমিটির সদস্য অন্তরকে মারধর করে। আমরা মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষন পূর্বক এই ভূমিদস্যূ ওয়ার্ড কাউন্সিলরের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। মানববন্ধনে রেল স্টেশন জামে মসজিদ কমিটির সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান লাজুসহ প্রায় পাঁচ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.