ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে কাভার্ড ভ্যান ও মুরগী বোঝাই পিকআপ ও ট্রাকের ত্রিমূখী সংঘর্ষে ঘটনাস্থলে মুরগী বহনকারী পিকআপ এর ড্রাইভার ও হেল্পার নিহত হয়েছেন।
শুক্রবার (১০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩ টায় উপজেলার বিজিবি ক্যাম্পের সীমান্ত ক্যাফের সামনে দিনাজপুর থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে বিদ্যুতের খুটিতে ধক্কা দেয়। এসময় পিছন থেকে আসা অপর একটি ট্রাকের সামনের চাকা ফেটে গেলে কাভার্ড ভ্যানটিকে আঘাত করে। ট্রাকটির পিছনে থাকা মুরগী বোঝাই হলুদ পিকআপ চাকা ফেটে যাওয়া ট্রাকটির পিছনে সজরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মূরগী বোঝাই পিকআপ এর ড্রাইভার নায়েব আলী ও হেল্পার শফিউল জামান নিহত হন। নিহত ড্রাইভার নায়েব আলী ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর গুচ্ছগ্রামের বাসিন্দা।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান দুর্ঘটনার বিষয়ে বলেন, আমরা মরদেহ, ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। নিহতদের পরিবারের সন্ধান চলছে। তারা আসলে তাদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.