মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী পশ্চিমপাড়া গ্রামে একই দিনে ৪টি পরিবারের ৮টি ছাগল কুকুরের কামড়ে মারা গেছে। শিশুসহ গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে এলাকার প্রায় ৪ গ্রামের বাসিন্দা। দ্রুত কুকুর গুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) সরেজমিনে গিয়ে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া ও বেঁধে রাখা ৯টি ছাগলকে ৫টি কুকুরের একটি দল ছাগলের ঘাড়ে ও মাথায় কামড় দিয়ে জখম করে। এর কিছুক্ষন পর ৮ টি ছাগল মারা যায়। আর একটি ছাগলের চিকিতসা চলছে। মৃত ৫ টি ছাগলকে মাটিতে পুতে রাখা হয়। অপর ৩টি ছাগল পাশের গ্রামের আদিবাসিরা খাবারের উদ্দ্যেশে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন জানান, আমি জমিতে গেলে দেখতে পাই ৫ টি কুকুরের একটি দল। তারা হিংস্র অবস্থায় ছাগলগুলোকে মাথায় ও ঘাড়ে কামড়ে আক্রান্ত করেছে। আমি কুকুর গুলোকে মারার চেষ্টা করেছিলাম কিন্তু তারা আমাকেও আক্রমন করতে এগিয়ে আসে। ভয়ে আমি পালিয়ে আসি।
ছাগল মালিক পপি বেগম জানান, আমার ছাগলগুলো বাড়ীর পাশে পাতারে ঘুরা ফেরা করছিলো। হঠাত কয়েকটা কুকুর ছাগলকে আক্রমন করে। আমি দৌড়ে গিয়ে দেখি আমার ৫ টা ছাগলের মধ্যে ৪টি ছাগল মারা গেছে। আর একটি আহত অবস্থায় পড়ে আছে। আহত ছাগলটাকে স্থানীয় পুশু ডাক্তারকে দেখাই এবং ভ্যাকসিন দেই। আর মৃত ছাগল গুলো পাশের গ্রামের আদিবাসী সাঁওতালেরা নিয়ে গেছে। আর এক ছাগল মালিক কল্পনা রানী বলেন আমার ২টি ছাগল পাতারে রেখে আসছিলাম কুকুরের কামড়ে ২ টি ছাগলে মারা গেছে। আরেক ছাগলের মালিক শ্রাবন্তি বলেন, আমার ২ টি ছাগল কুকুরের কামড়ে মারা গেছে।
বিষয়টি নিয়ে খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক এর সাথে কথা বললে তিনি জানান, আমি লোক মারফত জানতে পেরেছি যে পশ্চিম পাড়া গ্রামে কুকুরের কামড়ে ৮টি ছাগল মারা গেছে আর একটি আহত। বিষয়টি অত্যন্ত দুঃখজনক আমি বিষয়টি উপজেলা প্রশাসনের সাথে কথা বলে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা করার চেষ্টা করবো। এর পাশাপাশি কুকুর গুলো চিহ্নিত করে তাদের দমনের চেষ্টা করবো।
উপজেলা প্রানি সম্পদক কর্মকর্তা ড. মোঃ রবিউল ইসলাম জানান,আমাদের দেশে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কুকুরের খাবার সংকটের কারনে তারা হিংস্র হয়ে উঠতে পারে। আমরা মৃত ছাগলের নমুনা সংগ্রহ করে দেখবো যে কুকুরগুলো কোন কোন ধরনের রোগে আক্রান্ত হয়ে আছে। আমরা কুকুর গুলো সনাক্তের চেষ্টা করছি। তাদেরকে পেলে ভ্যাকসিনের আওয়াত আনা হবে।
এভাবে কুকুরের কামড়ে ছাগল মৃত্যুর ঘটনায় এলাকায় ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে। আশপাশের মানুষসহ গবাদি পশুগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয়দের দাবি উপজেলা প্রশাসন যেন দ্রুত সময়ের মধ্যে ঘাতক কুকুরগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.