এসএসসি ও সমমান পরীক্ষার সময় সরকারী নির্দেশনা অমান্য করে দিনাজপুরের ফুলবাড়ীতে অবৈধ্য কোচিং বানিজ্য বন্ধে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে কোচিং বানিজ্যের সাথে জড়িত তিনজনকে প্রাথমিকভাবে শতর্ক ও জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
শনিবার (৬ মে) সকাল ১০.৩০ টায় অবৈধ্য কোচিং বানিজ্য বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এসময় অবৈধ্য কোচিং পরিচালনার দায়ে সুজাপুর গ্রামের বোরহান আলীর স্ত্রী মোছাঃ দিলবাহার (২৩) কে ২ শত টাকা, একই এলাকার ব্রজেন চন্দ্র রায়ের পুত্র লিটন চন্দ্র রায় (৩৬) কে ২ শত টাকা ও কাঁটাবাড়ী গ্রামের অমূল্য চন্দ্র রায়ের পুত্র দীপংকর চন্দ্র রায়কে ২ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, বর্তমানে এসএসসি/সমমান পরিক্ষা চলমান রয়েছে। সরকারী নির্দেশনা অনুযায়ী ২৬ এপ্রিল থেকে ২২ মে পর্যন্ত দেশের সকল কোচিং সেন্টার বন্ধ ঘোষনা করা হয়েছে। এরপরও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় কিছু সংখ্যক শিক্ষক অধিক লাভের আশায় গোপনে অবৈধ্য কোচিং বানিজ্য পরিচালনা করে আসছে। আমরা বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করি। প্রাথমিক পর্যায়ে তিনজনকে শর্তক ও জরিমানা আরোপ করা হয়েছে। এরপর যদি কেউ এমন অবৈধ্য কোচিং বানিজ্য পরিচালনা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.