মোহাম্মেদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর)
“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে শনিবার (০২ মার্চ) সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা চত্বরে উপজেলা নির্বাচন অফিসার মোঃ কাজল রানা’র সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসার উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম মনিরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিধু ভূষন রায়, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইব্রাহিম খলিল প্রমুখ। শেষে নির্বাচন অফিস চত্বরে নতুন ভোটারদের ছবি ও ফিংগার প্রিন্ট সংগ্রহ করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার কাজল রানা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ১ লক্ষ ৫০ হাজার ৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৮ শত ১৬ জন ও মহিলা ভোটার ৭৫ হাজার ২ শত ২৪ জন। হালনাগাদ ভোটার সংযুক্ত হয় পুরুষ ১ হাজার ৪ শত ৯৭ জন ও মহিলা ১ হাজার ৫৪ জন। অন্যান্য কাজের পাশাপাশি সপ্তাহে প্রতি বুধবার নতুন ভোটারদের ছবি সংগ্রহের কাজ করা হয়। ভোটার দিবস উপলক্ষে আজকে তা ব্যাপকভাবে করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.