ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা সপ্তহ-২০২৩ এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি পৌর শহরের কাটিহারের ব্রীজে এসে শেষ হয়। সেখানে থাকা আবর্জনা গাড়ীতে তুলে দিয়ে আনুষ্ঠানিক পরিছন্নতার শুভ উদ্বোধন করেন ফুলবাড়ী পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী ও পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন।
পরে উপজেলা নির্বাহী অফিসার এর সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস -চেয়ারম্যান নীরু সামসুন্নাহার।
এসময় সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, বেতদিঘী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দস, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এস কে মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.