মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ীতে শারদীয় দূর্গাপুজা উৎসব ২০২৪ উপলক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে উপজেলার ৫৮ টি দুর্গা মন্ডবে সরকারী অনুদান প্রদান করা হয়।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ৩৬ বীর বিউএসএমএস লেফট্যান্টে রাসেল চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, ২৯ বিজিবি নায়েক সুবেদার নুরুল হুদা, ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্দুল্লাহ আল মাহমুদ।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, বাংলাদেশ পুজা উদযাপন কমিটি ফুলবাড়ী শাখার সদস্য সচিব ধীমান চন্দ্রসহ উপজেলার ৫৮টি পুজা উদযাপন কমিটির সদস্য ও স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এবার সরকারিভাবে প্রতিটি পুজা মন্ডবের জন্য ৫০০ কেজি করে মোট ৫৮টি দুর্গামন্ডবের জন্য ২৯ মেট্রিকটন চাল অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.