মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর)
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফায়ার সার্ভিস কর্মিদের মহড়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে মহড়া প্রদর্শন ও আলোচনা অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
এসময় উপজেলা সমবায় অফিসার মোঃ মাজহারুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আতিকুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দুর্যোগ প্রস্তুতি মহড়া প্রদর্শন করে ফুলবাড়ী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.