ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভা ও চেক বিতরণের মধ্যদিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে একটি র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এস এম মনিরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার।
এসময় উপজেলা প্রানি সম্পাদ কর্মকর্তা ড. মোঃ রবিউল ইসলাম, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামসহ উপজেলার সকল যুব সমবায় সমিতির কর্মকর্তা ও সমিতির সদস্যগন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। পরে উপজেলা যুব উন্নয়নের মাধ্যমে ঋনের চেক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.