মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক এর বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, বিদ্যালয়ের পুকুর ও জমির ইজারার টাকা আত্মসাত, নারী নিয়ে বিদ্যালয়ে ফুর্তি ও বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের অভিযোগ এনে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগন।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় ফুলবাড়ী গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয়ের মুল গেটে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেন এসময় শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক তোজাম্মেল হক এর পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে উপজেলা নির্বাহী বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে জানা যায় প্রধান শিক্ষক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী নিয়োগে ব্যাপক দূর্নীতি করেছেন। বিদ্যালয়ের একটি পুকুর লিজ এবং জমি লিজ দিয়ে অর্থ আত্মসাত করেছেন। বিদ্যালয় প্রাঙ্গনের মসজিদের ফান্ডের টাকার হিসাব দিচ্ছেনা। এছাড়া প্রধান শিক্ষক বাইরের লোকজন নিয়ে বিদ্যালয়ে অনেক রাত পর্যন্ত পার্টি করেন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করেন এবং শিক্ষার পরিবেশ নেই বললেই চলে এমন নানাবিধ অভিযোগ তুলে প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হকের পদত্যাগ দাবী করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল বলেন, একটি তদন্ত টিম গঠন করে অভিযোগের বিষয় ক্ষতিয়ে দেখা হবে। প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিলে আন্দোলনকারীরা তাদের ক্লাসে ফিরে যান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.