মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর)
দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ এনে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাংগামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ একরামুল হকের পদত্যাগের দাবিতে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও অভিভাবকগন।
গতকাল সোমবার সকাল ১০ টায় বিদ্যালয়ের ক্যাম্পাসে সকল শ্রেনীর শিক্ষার্থীদের অংশগ্রহনে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহসড়কের মাঝখানে অবস্থান করলে সড়কের দুই পাশে শত শত গাড়ী আটকা পড়ে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল এর নজরে আসলে সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীকে সাথে নিয়ে তিনি ঘটনাস্থলে আসেন এবং আন্দোলনকারীদের সাথে কথা বলে আন্দোলনকারীদের দাবি পুরোনের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা তাদের সড়ক অবরোধ তুলে নেন। পরে উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে বসে শিক্ষার্থীদের অভিযোগ শুনেন এবং তাদের প্রধান শিক্ষকের বিষয়ে কি কি অভিযোগ আছে তা লিখিত আকারে দাখিলের পরামর্শ দেন উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল।
এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক একরামুল হক বলেন, আমার বিরুদ্ধে স্থানীয় কিছু অসাধু ব্যাক্তি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে আন্দোলন করাচ্ছেছেন। আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.