মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির আয়োজনে প্রাণিম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় সারাদেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর শুভ উদ্বোধনের পর, ফুলবাড়ী উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্ত্বরে প্রাণি প্রদর্শনী ও সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে প্রাণি সম্পদ প্রদর্শনী ও আলোচনা সভায় ভিডিও কলের মাধ্যমে অংশগ্রহন করেন প্রধান অতিথি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান এমপি। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. মো. রবিউল ইসলাম, উপজেলা ভ্যাটেরিনারী সার্জন ডাঃ মোঃ এনায়েত উল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে খামারিদের চেক ও সনদ বিতরণ করা হয়। আলোচনা শেষে উপজেলার খামারিদের স্টোল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.