ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের ফুলবাড়ীতে ২৯ বিজিবি কর্তৃক ভারতীয় আমদানি নিষিদ্ধ ১১৬ বোতল ফেন্সিডিল, একটি মটর সাইকেল ও ৩টি মোবাইল ফোনসহ ৩ জন মাদক চোরাকারবারিকে আটক করছে বিজিবি।
সোমবার (১৫ মে) সকাল ১০ টায় ফুলবাড়ী উপজেলার রুদ্রানী বিওপি টহল কমান্ডার নায়ক রিংকু রঞ্জন সুত্রধর এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন রুদ্রানী রাস্তার পাশে ফেন্সিডিল, মটর সাইকেলসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের জামগ্রামের বেলাল হোসেন সরকারের পুত্র মোঃ হানিফ সরকার (৩৫), অপর দুইজন দিনাজপুর হাকিমপুর উপজেলার বিষাপাড়া গ্রামের খলিলুর রহমানের পুত্র রেজাউল করিম (৫৫) ও নওয়াপাড়া গ্রামের মোবারক এর পুত্র মোঃ মনিরুল হক (৫০)।
২৯ বিজিবি অধিনায়ক লেঃ আলমগীর কবির (পিএসসি) বলেন, আটককৃাত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৩ হাজার ১৫ টাকা। আটককৃত মালামালসহ আসামীদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.