মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী
অবৈধ্য যান চলাচল নিয়ন্ত্রনে দিনাজপুর ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে (২০ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল ১০ টায় ফুলবাড়ী - রংপুর অঞ্চলিক মহাসড়কের আমিন অটো রাইচ মিলের সামনে ৯ বোতন ফেন্সিডিল, একটি পালসার মটরসাইকেলসহ বাপ্পি হাসান নামে এক মাদককারবারীকে আটক করে ট্রাফিক পুলিশ। পরে ফেন্সিডিল, মটরসাইকেলসহ মাদককারবারীকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়। মাদককারবারী বাপ্পি হাসান (২৮) দিনাজপুর সদর কোতয়ালি থানার বোনতাড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র। অপর দুইজন পলাতক আসামী আলহাজ ও কেরাত আলী, পিতা অজ্ঞাত তারা দুই জনেই দিনাজপুর সদর কোতয়ালি থানার বোনতাড়া গ্রামের বাসিন্দা।
ট্রাফিক পুলিশের সার্জেন আবুল কালাম জানান, আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবে আজ সকাল থেকে এই এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এক মটরসাইকেলে তিনজনকে দেখতে পেয়ে তাদের গতিরোধ করলে মটর সাইকেলে থাকা ৩ জনের মধ্যে দুইজন মটরসাইকেল থেকে নেমে দৌড়িয়ে পালিয়ে যায়। মাদককারবারী বাপ্পি হাসানের কোমরে ফেন্সিডিল থাকায় সে পালাতে পারে নাই। পরে ফুলবাড়ী থানার এসআই রেজাউল করিমের কাছে আসামীসহ জব্দকৃত মামলামাল হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.