ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের ফুলবাড়ীতে আদর্শ ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগে ‘বিশ্ব রক্তদাতা দিবস’ পালন উপলক্ষ্যে র্যালী, আলোচনা ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জুন) সকাল ১০ টায় ফুলবাড়ী সরকারী কলেজের শহীদ মিনার চত্ত্বরে আদর্শ ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সভাপতি শাখিল সরকারের নেতৃত্বে শহীদ মিনার চত্ত্বর থেকে একটি র্যালী রেব করা হয়। র্যালী শেষে শহীদ মিনার চত্বরে অবস্থিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স এর ইন্টার্নি ডাক্তারদের সহায়তায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ, ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এসময় সংগঠনের সধারণ সম্পাদক মোঃ মেরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাফিউল মোরসালিন, সহ-সভাপতি সহিদ আফ্রিদি, সাংগঠনিক সম্পাদক সেলিম ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.