মোহাম্মদ আজগার আলী:
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের প্রান কেন্দ্র পাইকাড়ী কাঁচা বাজারের মধ্যে ও ফুলবাড়ী সরকারী কলেজের দেড়শত মিটার দুরত্বে এবং ফুলবাড়ী বাজার মসজিদের একশত মিটারের মধ্যে মদের ভাটি বসানোর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ২৪ ঘন্টার মধ্যে মদের ভাটি উঠিয়ে নেওয়ার আল্টিমেটাম ঘোষনাদেন আন্দোলনকারীরা।
রোববার (১৯ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলন ও ফুলবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে ফুলবাড়ী সরকারী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মদের ভাটি এলাকায় এসে পথসভায় রুপ নেয়। সেখানে ফুলবাড়ী সরকারী কলেজ ছাত্র দলের সাগর হোসেন, জিয়াউর রহমান, ইমরান চৌধুরী নিষাদ বক্তব্য দেন। বক্তবে তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলেন, স্বৈরাচারি ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর আওয়ামীলীগের নেতা জয়রাম কিভাবে কাদের মদদে সরকারি কলেজ ও কাঁচামালের আড়তে মদের ভাটি স্থাপন করলো তা তদন্ত করে বের করতে হবে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে এই মদের ভাটি উচ্ছেদ করতে হবে। ফুলবাড়ীর কোথাও মদের ভাটি আমরা চাইনা। যদি মদের ভাটি উচ্ছেদ করা না হয় তাহলে ছাত্র জনতা এই মদের ভাটি উচ্ছেদের দায়িত্ব নিবে। এসময় বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলন ফুলবাড়ী শাখার নেতা সাব্বির হোসেন, গোলাম মোরসেদ, নাইমুর রহমান, আমিনুল ইসলাম, ইয়াসির উপস্থিত ছিলেন। পরে আন্দোলনকারীরা ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সাথে দেখা করে ২৪ ঘন্টার মধ্যে মদের ভাটি উচ্ছেদ করার আল্টিমেটাম দেন।
এ বিষয়ে মদ ভাটির মালিক আওয়ামীলীগ নেতা জয়রাম এর সাথে যোগাযোগ করলে তাঁকে ফোনে পাওয়া যায়নি। এ বিষয়ে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, আন্দোলনকারীদের সাথে কথা হয়েছে। জনগনের মতামতকে গুরুপ্ত দেওয়া হবে এবং ওখানে মদের ভাটির কার্যক্রম বন্ধ করা হবে। এমন আশ্বাসের পর আন্দোলনকারীরা তাদের আন্দোলন সাময়িক স্থগিত করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.