দিনাজপুরের ফুলবাড়ীতে ১৭৬ পিস ফেন্সিডিল, বিটিভির স্টিকার লাগানো ক্যামেরা ও মাইক্রো সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের ফকির পাড়া (ঘাটপাড়া) মেসার্স ফুলবাড়ী ফিলিং স্টেশনের সামনে দেয়া তথ্য মতে সন্দেহ জনক মাইক্রোবাসের তল্লাশি চালিয়ে বাংলাদেশ টেলিভিশনের স্টিকার লাগানো ক্যামেরা, মাইক্রোবাস সহ ১৭৬ বোতল ফেন্সিডিল দিনাজপুর র্যাব-১৩ একজন মাদক বহনকারীকে গ্রেফতার করেছেন। যার আনুমানিক মুল্য ১,৭৬০০০ টাকা।
গ্রেপ্তারকৃত যুবক হলেন মো: রাজন সরদার, রাজু (২৮) পিতা মো: সহিদ সরদার, সাং- চক জুসুরগাঁ (ইদিলপুর), থানা- ডামুড্যা, জেলা- শরীয়তপুর। অভিযানের সময় মাইক্রোবাসের পিছনের সিটে আরো একজন বসা থাকলেও সে র্যাবের গাড়ী দেখে মাইক্রোবাস থেকে দৌড়ে পালিয়ে যায়। মাদকবহন করার সময় গাড়ির সামনে বাংলাদেশ টেলিভিশনের স্টিকার লাগানো ছিল। মাইক্রোর ভিতর থেকে বিটিভি'র স্এটিকার লাগানো একটি ক্যামেরা, একটি মাইক্রোফোন পাওয়া যায়। পুরনো মাইক্রোবাসটিতেও বাংলাদেশ টেলিভিশনের স্টিকার লাগানো ছিলো। যার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো- চ- ৫৩৩৫৮১।
এসময় র্যাব-১৩ সিপিসি-১ মো: হাফিজুর রহমান, উপ -সহকারী পরিচালক তার সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে মাদক বহনকারীকে গ্রেপ্তার করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.