আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে সারাদেশের ন্যায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে উপজেলা পরিষদ চত্ত্বর শহীদ মিনারে সকাল সাড়ে ৬ টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। আনুষ্ঠানিক শুভ সুচনার পর শহীদ বেদীতে পুষ্পার্পক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম প্রমুখ।
এরপর ধারাবাহিকভাবে শহীদ বেদীতে পুষ্পার্পক অর্পণ করেন উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ, পৌর মেয়র, আলহাজ্জ মোঃ মাহমুদ আলম লিটন, উপজেলা জাতীয় পার্টি, সরকারী কলেজ, সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবি সংগঠন।
সূর্যোদয়ের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ, শারীরিক কসরত, ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও কৃতি সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.