মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিস প্রতিযোগীতা-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় ফুলবাড়ী সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী এর তত্ত্ববধায়ন ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এই অ্যাথলেটিকস প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে ১ থেকে ৫ ফেব্রুয়ারি। আগামী ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। ১৬টি ইভেন্টের খেলা শেষে প্রতিযোগীদের হাতে পুরুস্কার ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সমশের মন্ডল, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.