দিনাজপুরের ফুলবাড়ীতে ২৯ বিজিবি‘র বিশেষ অভিযানে চৌঠা খিয়ার দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে ৪টি ইয়ারগান ও ৬৯ পিস ফেন্সিডিল জব্দ করা হয়। মাদক ও ইয়ারগান বহনকারীকে ধরতে চলছে অভিযান।
ফুলবাড়ী ২৯ বিজিবি'র অধিনায়ক লে. মো: আলমগীর কবির (পিএসসি) জানান, আমাদের জোয়ানরা শনিবার (৪ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭ টায় বিরামপুর উপজেলার চৌঠা খিয়ার দুর্গাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত জায়গা থেকে ৪টি ইয়ারগান ও ৬৯পিস ফেন্সিডিল উদ্ধার করে ২৯ বিজিবি সদর দপ্তরে আনা হয়েছে। জব্দকৃত মালামালের সাথে জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.