'নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি' ও 'জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার রুদ্রণী স্কুল এন্ড কলেজের সভাকক্ষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ১২ টায় রুদ্রাণী স্কুল এন্ড কলেজের সভাকক্ষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাদক বিরোধি আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এবং মূল আলোচক ছিলেন, দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক শাহনেওয়াজ।
দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদক বিরোধী সচেতনতা মূলক এই আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুদ্রাণী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: ছাদেকুল ইসলাম। সভাপতি তার বক্তব্যের পূর্বে শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ পাঠ করান।
অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান মো: তোজাম্মেল হক এর সঞ্চালনায় অভ্যাগত অতিথি ছিলেন অনুঘটক সংস্থার নির্বাহি পরিচালক ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচার কমিটির সদস্য মো: আনোয়ারুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন, সুসানের জন্য নাগরিক (সুজন), জেলা ক্যাবের নির্বাহী সদস্য ও উপজেলা ক্যাবের সভাপতি গণমাধ্যম কর্মী মাসউদ রানা প্রমূখ।
মাদকের কারণে পরিবারে অশান্তি ও পারিবারিক কলহ লেগেই থাকে। মাদকের নেশা মানুষের নৈতিক অবক্ষয় ঘটায়। মাদকের প্রসারে এবং মাদক গ্রহনে সামাজিক অবক্ষয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাদকের নেশায় কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণ ব্যাহত হচ্ছে এবং পারিবারিক ও সামাজিকভাবে হ্যায় হচ্ছেন এবং হীনমন্যতায় ভুগছেন। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। মাদক বিরোধী আলোচনা সভায় শিক্ষার্থীরা মাদকমুক্ত থাকার শপথ গ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.