মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের পোস্ট অফিসের পুকুরে পরিচয়হীন এক নারীর মৃতদেহ উদ্ধার করেছেন ফুলবাড়ী থানা পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ (২৭ জুন) দুপুর ১ টায় পোস্ট অফিসের সামনের পুকুরের পাশে ঝোপে খড়ি সংগ্রহ করতে গিয়ে একটি মহিলার লাশ দেখতে পায়। বিষয়টি ফুলবাড়ী থানায় জানালে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং লাশটিকে সনাক্তের চেষ্টা করি। এখন পর্যন্ত মৃতদেহের কোন পরিচয় পাওয়া যায়নি। ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় সনাক্তের জন্য পিবিআইকে জানানো হয়েছে। আর এই অজ্ঞাত নারীর লাশ পুকুরে কিভাবে এসেছে তা তদন্ত স্বাপেক্ষে বলা যাবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.