ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের সংশোধিত বাজেট ও ২০২৩-২৪ এর আটান্ন কোটি একষট্টি লাখ সাইত্রিশ হাজার ৩শ ৫২ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।
মঙ্গলবার (২৭ জুন) সকাল ১১ টায় পৌরসভা সভাকক্ষে মোঃ আশরাফ পারভেজ এর সঞ্চালনায় সুধি সমাবেশে পৌর মেয়র এই বাজেট ঘোষণা করেন। পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক সংস্কার ও নির্মাণ, বর্জ ব্যবস্থাপনা উন্নয়নসহ জনগণের আগামীতে সেবার মান বাড়ানোর অঙ্গীকার নিয়ে এ বাজেট ঘোষণা করেন তিনি।
বাজেট অধিবেশনে পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র, কাউন্সিলরবৃন্দ, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর এলাকার বিভিন্ন স্তরের সুশিলসমাজ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন জানান, নতুন কোন কর আরোপ ছাড়াই এ বাজেটে রাস্তাঘাট, ড্রেন, পানি ও বিদ্যুৎ লাইন, পৌর পার্ক, পৌর মার্কেটসহ নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই বাজেট করা হয়েছে। পৌরবাসীর সার্বিক সহযোগীতায় ফুলবাড়ী পৌরসভাকে তিনি একটি যুগোপযোগী আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলায় প্রত্যয় ব্যক্ত করেন।
পরে বাজেট পর্যালোচনায় সাংবাদিক ও সুধীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর মেয়র।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.